৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর নকলায় ২০২০সালে শিক্ষার্থী বৃদ্ধি করণে ও ঝড়েপড়া রোধে আলোচনা সভা
৭, নভেম্বর, ২০১৯, ৫:৪৭ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় আগত নতুন শিক্ষাবর্ষে (২০২০ সাল) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসায় শিক্ষার্থী বৃদ্ধি করতে বিভিন্ন শ্রেণীতে নতুন নতুন শিক্ষার্থী ভর্তি করনে এবং শিক্ষার্থী ঝড়েপড়া রোধে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করা হয়েছে।

৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মো. আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রূপম প্রমুখ।

এসময় সহকারী শিক্ষক মো. শওকত আলী ও নুসরাত জাহান; সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম, ক্বারি কাজিমদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, উর্মি আক্তার, কব্দুল হোসেন, আবুল মিয়াসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও মতবিনিময় সভা শেষে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ভর্তি কারী ও ঝড়েপড়া রোধ কারী সেরা ৩ জনকে আনুষ্ঠানিক ভাবে উদ্দীপনা পুরস্কার প্রদানের ঘোষণা দেন সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম।