১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ২৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি গুলশান
১০, মার্চ, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ২৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ সোহেল। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ।

তাকে বুধবার (৯ মার্চ ২০২২) বেলা ০৪:০৫ টায় কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করে গোয়েন্দা গুলশান জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব ডিএমপি নিউজকে জানান, বুধবার মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে পিকআপ ভ্যানে করে ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট রাস্তা থেকে মহাখালীগামী ফ্লাইওভারের প্রবেশ মুখে অবস্থান নেয়া হয়। বেলা ০৪:০৫ টায় ঢাকা মেট্রো-ন-২০-০৪৮৭ রেজিস্ট্রেশন নম্বরের পিকআপ ভ্যানটি পৌঁছালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সেটি আটক করা হয়। আর ওই পিকআপ ভ্যান থেকে উদ্ধার করা হয় ২৩ কেজি গাঁজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত সোহেল সীমান্তজেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে এই বিপুল পরিমাণ গাঁজা পিকআপভ্যানে করে ঢাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলো।

ডিএমপির খিলক্ষেত থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম, পিপিএম এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।