১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
১১, মার্চ, ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

ঈশ্বরগঞ্জে কাপড় আয়রন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কাজী নোমান (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজী নোমান ওই এলাকার কাজী আফাজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন নোমান। গতকাল বৃহস্পতিবার ছুটিতে তিনি বাড়িতে আসেন। আজ শুক্রবার জুমার নামাজের আগে নিজের রুমে কাপড় আয়রন করার সময় বিদ্যুতায়িত হন। এরপর পরিবারের লোকজন নোমানকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যুর ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।