১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ২২ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ
১৩, মার্চ, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

রাজধানীর পল্টন এলাকা থেকে ২২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টল মডেল থানা। গ্রেফতারকৃতের নাম মোঃ দেলোয়ার।

শনিবার (১২ মার্চ ২০২২) ভোর ৫:১৫ টায় নয়াপল্টনের রূপায়ণ তাজ টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া ডিএমপি নিউজকে বলেন, একজন মাদক ব্যবসায়ী নয়াপল্টন এলাকার রূপায়ণ টাওয়ারের সামনে রাস্তার উপর প্রাইভেটকারে মাদকের বড় চালান নিয়ে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দেলোয়ারকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে প্রাইভেটকারটি তল্লাশি করে ব্যাক ডালার ভিতর থেকে ২২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত দেলোয়ার কুমিল্লা জেলার লাকসাম উপজেলা হতে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সহযোগীর মাধ্যমে সরবরাহের জন্য নয়াপল্টন এলাকায় অবস্থান করছিল।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টল মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।