১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
১৪, মার্চ, ২০২২, ৬:১৫ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. নোমান মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

নোমান মিয়া উপজেলার কাকনহাটি গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, গত ৬ মার্চ জেলার ঈশ্বরগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে ধর্ষণ করে নোমান। নোমানকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।