জহির রায়হান, ময়মনসিংহ
ময়মনসিংহে র্যাব-১৪’র অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ১৪ মার্চ রাতে নগরীর শ¤ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহাগ মিয়া ও মোঃ হাসান। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, ১৪ মার্চ রাতে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা’র নেতৃত্বে ময়মনসিংহ নগরীর শ¤ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ মিয়া ও মোঃ হাসান নামে দুইজনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ৩০ কেজি শুকনা গাঁজা, ১টি পিকআপ গাড়ী, ২টি মোবাইল সেট এবং ১শ’ টাকা মূল্যের ৩টি নন জুডিসিয়াল স্টামপের মধ্যে গাড়ী বিক্রয়ের রশিদ পত্রসহ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা হতে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এব্যাপারে র্যাব বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল