চীফ রিপোর্টারঃ
সরকারি কর্মকর্তা আব্দুল কাদের এর সাথে মোবাইল ফোনে কথা হয় দুপুর ১২.৩০ মিনিটে তিনি জানান আড়াই ঘন্টায় উওরা থেকে পাবলিক বাসে উঠে বনানীতে।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী বায়োজিদ এর সাথে আজ সকালে কথা হলে তিনি জানান আজ বুধবার প্রচন্ড ট্রাফিক জ্যাম। তিনি আরও জানায় অন্যান্য দিনের চাইতে আজকে যানজট বেশি। রাস্তায় যানজট দেখে মোটর সাইকেল এ মিরপুর থেকে মহাখালী অফিসে আসেন।
দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের এক প্রকৌশলীর সাথে কথা হলে তিনি বলেন বেশকিছু দিন যাবৎ ঢাকায় যানজট অনেক বেড়ে গেছে।
সাংবাদিক এম জামান আহমদের এর সাথে কথা হলে তিনি বলেন কাকরাইল মোড় থেকে পাবলিক বাসে এয়ারপোর্ট গোল চত্বর আসতে সময় লাগে তিন ঘন্টা।
খোঁজ নিয়ে জানা যায় গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকার আব্দুল্লাহপুর ঢুকতে কয়েক ঘন্টা যানজটের কারণে বাসে অনেক সময় বসে থাকতে হয়। এছাড়াও মিরপুর, শ্যামলী সহ ঢাকার বিভিন্ন রোডে যানজট নিত্য দিনের সঙ্গী।
বেশ কয়েকটি সুত্রে জানা গেছে আজ বুধবার অতিরিক্ত যানজট এর কারণ ঢাকা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
ছবিতে বনানী এলাকার সকালের চিত্র।