১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামী আটক
১৬, মার্চ, ২০২২, ৯:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবতীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আসামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ ওই আসামীকে উপজেলার ভাইদগাঁও গ্রাম থেকে আটক করে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ভাইদগাঁও গ্রামের নুরুল ইসলামের পুত্র জীবুল মিয়া(৪০) জাটিয়া গ্রামের এক যুবতীর (১৯) সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক করে। যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে চরহোসেনপুর উচাখিলা রোডের একটি বাসায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ১৪ মার্চ রাতে ধর্ষণ করে।

এঘটনায় যুবতী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। জীবুলের সংসারে স্ত্রী ও সন্তানদি রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল কাদের মিয়া জানান, আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।