ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবতীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আসামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ ওই আসামীকে উপজেলার ভাইদগাঁও গ্রাম থেকে আটক করে।
জানা যায়, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ভাইদগাঁও গ্রামের নুরুল ইসলামের পুত্র জীবুল মিয়া(৪০) জাটিয়া গ্রামের এক যুবতীর (১৯) সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক করে। যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে চরহোসেনপুর উচাখিলা রোডের একটি বাসায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ১৪ মার্চ রাতে ধর্ষণ করে।
এঘটনায় যুবতী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। জীবুলের সংসারে স্ত্রী ও সন্তানদি রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল কাদের মিয়া জানান, আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল