১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে আনন্দঘন পরিবেশে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত
১৭, মার্চ, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

তাহমিনা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে – জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধা সমাবেশ এবং মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর মেলা ইত্যাদি।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি মোসা. হাফিজা জেসমিন, সংসদ সদস্য ফখরুল ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা আব্দুছ ছাত্তার, ওসি আব্দুল কাদের মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউ,পি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।