১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগ‌ঞ্জে অপ‌রিক‌‌ল্পিত উন্মু্ক্ত পশুপা‌খি পাল‌নে ফসলের ব্যাপক ক্ষতি
১৯, মার্চ, ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মন‌‌সিংহ)প্রতি‌নি‌ধিঃ

ময়মন‌সিং‌হের ঈশ্বরগঞ্জ‌ে অপ‌রিক‌‌ল্পিত পশুপা‌খি পাল‌নের ফ‌লে কৃষ‌কের আবাদকৃত ফসলের ব‌্যাপক ক্ষ‌তি সা‌ধিত হ‌‌চ্ছে।
জানা যায়, ঈশ্বরগঞ্জের কৃষকেরা উচ্চমূল্যে বোরো মৌসুমের বীজ সংগ্রহ করে ধানের চারাসহ অন্যান্য সবজি রোপন করে থাকে। এসব ধান ও সবজির বীজের গুণগত মান ঠিক না থাকায় বার বার বীতলা তৈরি করে অঙ্কুরোদগম হয়। জমি চাষ, পানির সেচ, সার কীটনাশক ও শ্রমিক বাবদ বিঘা প্রতি খরচ হয় ১০/১১ হাজার টাকা। গ্রামীণ অপরিকল্পিত গরু ছাগল, হাঁস মুরগি পালনের ফলে উন্মুক্তভাবে বিচরণ করায় ধান ও শাকসবজি খেয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। আবার এসব পশুপাখির ক্ষেতের ফসল নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে মারামারিসহ খুনের ঘটনা ঘটছে অহরহ। এছাড়াও উন্মুক্ত পশুপাখির কারণে রাস্তায় দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। এ বিষয়ে খোয়াড় আইন থাকলেও প্রয়োগ নেই আইনটির।
চরনিখলার কৃষক দুলাল মিয়া জানান, আমার ক্ষেতের আইলের ধারে ২/৩ হাত পরিমান ধান গরু ছাগলে খেয়ে ফেলেছে, যখন জালা (বীজতলা) ফালছি তখন ছাগলে খাইয়া শেষ করছে। ধান লাগানোর সময় একখাইনদা লাগাইছি, আর একখাইনদা হাঁসে নষ্ট করছে। বাড়ি বাড়ি গিয়া অনুরোধ কইরা, নেওরা কইরা কইয়া আইছি। কেউ বাইন্দা রাখে না। গৃহিণী ফরিদা বেগম জানান, কোন শাকসবজির গাছ লাগাইয়া আমরা ফসল তুলতে পারি না। শিম, ড্যাংগা, লাউ, বরবটি গাছ ছাগলে খাইয়া ফেলে। বানদনের কথা কইলে আরো কাইজা বাদে।
বেশ কয়েকজন উন্মুক্তভাবে পশুপাখি পালনকারীর কাছে জানতে চাইলে তারা বলে, গ্রামে ব্যাবাকে পালে তাই আমরাও এমনে পালন করি। আমার গরু ছাগলে কি এমন ফসল কায়ালায়। আমরার ভালাডা কারো সহ্য অয় না।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মোঃ সায়েম জানান, এনডিপি প্রকল্পের মাধ্যমে ৯ শ জনকে প্রশিক্ষণ প্রদান করে খামার পদ্ধতিতে পশুপাখি পালনে উদ্ভুদ্ধ করা হচ্ছে।