১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ১০,০০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ
২০, মার্চ, ২০২২, ৯:৩১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ আরবিন হোসেন ওরফে ফরহাদ ও ইমরান হাসান ওরফে সামি।

শনিবার (১৯ মার্চ ২০২২) বিকাল ৫:৪৫ টায় বাড্ডা থানার আফতাবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম (বার), পিপিএম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বাড্ডা থানার আফতাবনগরের ভূইয়া বাড়ী মোড়ের বি, লাল জেন্টস হেয়ার কাট এন্ড ড্রেসার নামীয় সেলুন এর সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০,০০০ পিস ইয়াবাসহ আরবিন ও ইমরানকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।