১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা আইজিপি কাপের কোয়াটার ফাইনালেও অপ্রতিরোধ্য ডিএমপি
২০, মার্চ, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

“বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২১-২২” প্রতিযোগিতায় কোয়াটার ফাইনালের গুরুত্বপূর্ণ খেলায় জয় পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্রিকেট দল।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত এই ম্যাচে ডিএমপি ক্রিকেট দল ঢাকা রেঞ্জকে ৬০ রানে হারিয়ে দিয়েছে।

শনিবার (১৯ মার্চ ২০২২) বেলা ১:৩০টায় পুলিশ স্টাফ কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ২০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডিএমপি ক্রিকেট দল ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায় ঢাকা রেঞ্জ ।

ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের পুলিশ সদস্য সোহাগ চৌধুরী মাত্র ৬৯ বল খেলে ৮৯ রান সংগ্রহ করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

উল্লেখ্য, গত শনিবার (৫ মার্চ ২০২২) শুরু হওয়া বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এ, বি, সি ও ডি চারটি গ্রুপে মোট ২২টি দল অংশগ্রহণ করেছে। খেলাগুলো দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে, ভেন্যুগুলো হলো মিরপুর পুলিশ লাইনস্ মাঠ ও পুলিশ স্টাফ কলেজ মাঠ।