এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই হারুনুর রশীদের নেতৃত্বে একটি টীম চক শ্যামরামপুর এলাকা থেকে অপহরন মামলার আসামী শীতল চন্দ্র বর্মন ও কামরুল হাসানকে গ্রেফতার করে। এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম কাতলাসেন থেকে মাদক মামলার আসামী আজহারুল ও হারুনর রশিদকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এসআই উত্তম কুমারের নেতৃত্বে একটি টীম দীঘারকান্দা থেকে দস্যুতা মামলার আসামী হেলাল উদ্দিন, এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম আকুয়া কান্দাপাড়া থেকে চার জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, বিল্লাল হোসেন, ফরহাদ মিয়া, গিয়াস উদ্দিন ও সোহেল।
এছাড়া এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এসআই দেবাশীষ সাহা, এসআই ত্রিদীপ কুমার, এসআই আশিকুল হাসান, এসআই আমিনুল ইসলাম, এএসআই মোর্শেদ, এএসআই মনিরুজ্জামান, এএসআই রুহুল আমীন, এবং এএসআই সুজন চন্দ্র সাহা পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক ও পরোয়ানাভুক্তসহ ১২জন আসামীকে গ্রেফতার করে। তারা হলো, গিয়াস উদ্দিন, সাইদুর রহমান, বিল্লাল হোসেন,ফিরোজ ওরফে আল আমীন ওরফে আঃ মতিন, ফিরোজ মিয়া, রুমান ওরফে রুমন, সাজাপ্রাপ্ত আমিনুল ইসলাম ও লুৎফল কবির। এর মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।