১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১
২১, মার্চ, ২০২২, ৭:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

গত ২০ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ১৪১০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলা হতে বিশেষ কৌশলে এ্যাম্বুলেস যোগে অবৈধ মাদকদ্রব্য

ফেন্সিডিলের একটি চালান নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর টু ভুলতা-গাউছিয়া মহাসড়ক হয়ে কুড়িল বিশ্বরোডের দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২০ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ১৪৫০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কর্ণগোপ এলাকাস্থ জনৈক মোঃ শামীম হোসেনের মালিকানাধীন খাবার হোটেলের সামনে কাঁচপুর টু ভুলতা-গাউছিয়া গামী ঢাকা-সিলেট মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল (২৬), পিতা- মোঃ আছমত আলী সরদার, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৮৩৮ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি এ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে এবং তার সহযোগীরা পরস্পর যোগসাজসে মাদক পরিবহনের বিশেষ কৌশল হিসেবে এ্যাম্বুলেন্স যোগে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে আসছিল মর্মে জানায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।