চীফ রিপোর্টারঃ
জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সিরাজগঞ্জের কাজীপুর থানা এলাকায় এক বাকপ্রতিবন্ধী স্কুলছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে হাফিজুর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর স্কুলশিক্ষক কল করে জানান, স্কুলে আসার পথে অভিযুক্ত যুবক ভুক্তভোগীকে জোর করে ভানুডাঙ্গা ব্রিজের পাশের ভুট্টাখেতে নিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের কয়েকজন মহিলা শ্রমিক ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং স্কুলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়।
জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সিরাজগঞ্জের কাজীপুর থানায় জানানো হয়। খবর পেয়ে কাজীপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে কাজীপুর থানায় আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
সুত্র, DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল