চীফ রিপোর্টারঃ
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেব্রুয়ারি/২২ মাসের মাসিক-অপরাধ সভা আজ ২৩ মার্চ বুধবার সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হয়।
ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। ফেব্রুয়ারি/২২ মাসের “শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে প্রথম স্থান অধিকার করেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ বিপিএম। এছাড়া শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা পিপিএম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন, শ্রেষ্ঠ এসআই মোঃ মশিউর রহমান খান কালীগঞ্জ থানা, ও শ্রেষ্ঠ এসআই/আসাদ মিয়া জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ, ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এসআই মোহাম্মদ আবু জাফর মোল্লা শ্রীপুর থানা গাজীপুর জেলা, মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে মধুসূধন পান্ডে কালীগঞ্জ থানা, গাজীপুর জেলা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী হিসেবে এসআই/ শ্রী প্রসাদ কুমার চাকী কোতয়ালী থানা, ফরিদপুর ও শ্রেষ্ঠ অফিসার হিসেবে এসআই/ মোঃ আব্দুর রহিম মিয়া, পিপিএম সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার অর্জন করেন।
ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) গত ফেব্রুয়ারী মাসে সংগঠিত অপরাধ সমূহ এবং এ সংক্রান্তে রুজুকৃত মামলা সমূহ পর্যালোচনা করেন।তিনি সকল ইউনিট প্রধানদেরকে সমসাময়িক অপরাধ নিয়ন্ত্রণে আরো তৎপর থাকার নির্দেশ প্রদান করেন। ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন সকল অফিসারগণ অপরাধ সভায় অংশগ্রহণ করেন।