১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা গাজীপুর মহানগরীর সদর থানাধীন রাজবাড়ি এলাকা হতে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।
২৫, মার্চ, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ মার্চ আনুমানিক সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় জানতে পারে যে, জিএমপি গাজীপুর

সদর থানাধীন রাজবাড়ি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজবাড়ি মাঠ সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আব্দুর শুক্কুর (২৫), পিতা- আব্দুল হাকিম, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।