চীফ রিপোর্টারঃ
র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ মার্চ আনুমানিক সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় জানতে পারে যে, জিএমপি গাজীপুর
সদর থানাধীন রাজবাড়ি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজবাড়ি মাঠ সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আব্দুর শুক্কুর (২৫), পিতা- আব্দুল হাকিম, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল