চীফ রিপোর্টারঃ
রাজধানীর চকবাজার এলাকা হতে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হলো না।
চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম ডিএমপি নিউজকে জানান, চকবাজার থানার বেরীবাঁধ এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ মার্চ ২০২২) বিকাল ৪:৫০ টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল