ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানগণ ও সদস্যগণ শপথ গ্রহণ করেছেন।
জানা যায়, আজ ২৮ মার্চ (সোমবার) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে চেয়ারম্যানগণের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো: জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (স্হানীয় সরকার) মো: এরফানুর রহমান প্রমুখ।
এছাড়া একই দিনে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নব নির্বাচিত ইউ,পি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেয়র আব্দুছ ছাত্তার কমান্ডার, অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া প্রমুখ।