চীফ রিপোর্টারঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস । আটক তাজুল ইসলাম কাতার এয়ারওয়েজের এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যম কে এ তথ্য জানান।
তিনি বলেন, তাজুলকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে ৫৬টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। ওই বারগুলোর ওজন প্রায় সাড়ে ছয় কেজি। স্বর্ণের বারগুলো ফ্লাইটের এক যাত্রী তাকে হস্তান্তর করেছেন বলেও জানা গেছেন।
তাজুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওই কাস্টমস কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল