চীফ রিপোর্টার
ময়মনসিংহ বিভাগীয় শহরে যানজট ও জন ভোগান্তি দিন, দিন বেড়েই চলেছে।
যানজটের কারণে নষ্ট হচ্ছে মানুষের মুল্যেবান সময়।
জানা যায় ময়মনসিংহ নগরীর ব্রীজ মোড় থেকে দীর্ঘদিন যাবত মাহিন্দ্র ও সিএনজি চলাচলের কারনে প্রতিদিন দেখা দেয় দীর্ঘ যানজট।
গাড়িতে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।
গত বুধবার মোবাইল ফোনে কথা হয় ইমাম পরিবহনে এক যাত্রী হালুয়াঘাট থেকে ময়মনসিংহে আসা তিনি জানান বিকালে শম্ভুগঞ্জ আসতেই দেখা দেয় দীর্ঘ যানজট ব্রীজ মোড়ে আসতে একঘন্টা লাগে।
নগরীর একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানায় ব্রীজ মোড়ে প্রায় প্রতিদিন দেখা দেয় যানজট। রিস্কা দিয়েই ব্রীজ মোড় পার হওয়া যায় না যানজটের কারণে।
একটি সুত্রে জানা যায় ব্রীজ মোড়, দিগারকান্দা বাইপাস মোড়, টাউন হল মোড় এ অবৈধ মাহিন্দ্র ও সিএনজি স্ট্যান্ট থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকা চাঁদা তোলা হয় বিভিন্ন সংগঠনের নামে। দিন শেষে চাঁদার টাকা বিভিন্ন মহলে ভাগবাটোয়ারা করা হয়।
ময়মনসিংহ হতে বিভিন্ন রোডে চলাচল কারী বেশিরভাগ মাহিন্দ্র ও সিএনজির নেই কোন বৈধ কাগজ। মাঝে মধ্যে দুর্ঘটনায় ঘটছে প্রানহানী।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল