তথ্য প্রতিদিন. কমঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাণী দিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি সহ দেশের সর্বত্র মুসলিম ভাইদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
বাণীতে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, গুরুত্বসহকারে এই ফজিলত মাসের তাৎপর্য বুঝে এবং পালন করে এবাদত করলে যার পুরস্কার আল্লাহ নিজে দিবেন আপনাকে।
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে আবার মহাফজিলত রুপে ফিরে আসছে,এটির পরিপূর্ণ সদ্বব্যবহার করতে হবে।
রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানিয়ে মেয়র মোঃ ইকরামুল হক টিটু আরো বলেন, ‘অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় এই মাসটি।
পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই। প্রাপ্ত বয়স্ক সবাইকে ইসলামী বিধান মোতাবেক রোজা পালন, নেক আমল, রোজাদার ব্যক্তিকে সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি।
আপনারা , সুস্থ, সুন্দর ও ভালো থাকুন এই কামনাই করি।
মহান আল্লাহ্তায়ালা আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানের গুরুত্ব বুঝে সঠিক নিয়মে আমল করা ও রোজা পালনের তাওফিক দান করুন।
পরিশেষে সবাইকে আবারো মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।