১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ৭২ কেজি গাঁজা ও ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি গুলশান
৪, এপ্রিল, ২০২২, ১০:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ রাজধানীর মহাখালী এলাকা থেকে ৭২ কেজি গাঁজা ও ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো ড্রাইভার মোঃ রেজাউল ইসলাম ও মোঃ রকিবুল হাসান ওরফে সজিব। এসময় তাদের হেফাজত থেকে একটি নীল রঙের কাভার্ড ভ্যান (রেজি: নং ঢাকা মেট্রো ম-৫৪-১৩২৬) উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ডিএমপি নিউজকে জানান, শনিবার (২ এপ্রিল ২০২২) ঢাকা মহানগরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য একটি কাভার্ড ভ্যানে করে উত্তরার দিক থেকে মহাখালীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স ও সরকারী মাইক্রোবাসসহ দক্ষিণ মহাখালীর সাতরাস্তাগামী পাকা রাস্তায় কৌশলে অবস্থান নেয়া হয়। সন্ধ্যা ০৭:৪৫ টায় নীল রঙের একটি মিনি কাভার্ড ভ্যান আসতে দেখলে মাইক্রোবাস দিয়ে বেরিকেড দেয়া হয়। আর গ্রেফতার করা হয় পিকভ্যানের চালক রেজাউল ও সজিব নামের আরেকজনকে।

বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে নীল রঙের ওই কাভার্ড ভ্যান থেকে একে একে বের করে দেন ৭২ কেজি গাঁজা ও ৩৮৩ বোতল ফেন্সিডিল।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পলাতক এক ব্যক্তির সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল ঢাকায় নিয়ে এসে বনানীসহ আশপাশ এলাকায় বিক্রি করে থাকে।

এ সংক্রান্তে ডিএমপির বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা এর নির্দেশনায় সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।