চীফ রিপোর্টারঃ- রাজধানীর ১০টি স্থানে ৫৫০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে। এ ছাড়া এসব স্থানে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২০০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকা দরে পাওয়া যাবে।
স্থান ১০টি হলো- সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, কালশী এবং যাত্রাবাড়ী।
প্রাথমিকভাবে এসব স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয়ের বিশেষ উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
রমজান মাসে বাজারমূল্য স্থিতিশীল রাখতে রবিবার ৩ মার্চ রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এই উদ্যোগের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।