১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে অলৌকিক সন্দেহের আলামত
৫, এপ্রিল, ২০২২, ১০:২০ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়া পাড়া গ্রামের আব্দুল বারেকের বাড়ির পিছনে অলৌকিক সন্দেহ আলামত ঘটনা ঘটেছে।

গত রবিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে গ্রামের মুসুল্লীরা তারাবীর নামাজ আদায় করে বাড়ি ফিরার পথে পিছনের জঙ্গলে বাঁশ ঝাড়ের নিচে মিলেছে ১টি জায়নামাজ, ১টি জুব্বা ও ১টি টুপি। পাশে ছড়ানো ছিটানো রয়েছে বিভিন্ন হুমকি মূলক লেখা সংবলিত কাগজের টুকরো।

কাজের টুকরোতে লেখাগুলো এমন-ধ্বংস, গুপ্তধন, সন্তান, মিরাস, শফিকুল, স্ত্রী, সন্তান, ঘড়ে, আমার হীরা ইত্যাদি। আরও অনেক গুলো কাগজের টুকরোতে নাম্বার ও কোডসহ বিভিন্ন হুমকিমুলক লেখা রয়েছে কাগজ গুলোতে। বাড়ির পাশের রাস্তায় ১টি কলাগাছও কেটে পথে ফেলে রাখা হয়েছে। পরে বিষয়টি স্থানীয় মোফাক্কারুল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করার ফলে মুহূর্তেই ছড়িয়ে ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এটি কি সত্যিই কোন ভূতুড়ে কাণ্ড, নাকি এর পিছনে রয়েছে কোন প্রতারণা, এ প্রশ্ন এখন এলাকাবাসির।

এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মো. নয়ন আহমেদ, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম মাওঃ যাইনুল আবেদীন, কাজী হাফিজ উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবুল কাশেম, আঃ বারেক ও স্থানীয় লোকজন মনে করছেন, এটি একদল মাজার পূজারী ভন্ডদের কাজ হতে পারে। যারা এমন ঘটনা ঘটিয়ে মানুষকে বোকা বানিয়ে বিভিন্ন জায়গায় ভূয়া মাজার তৈরী করে। পরে সেখান থেকে ঐ ভন্ড মানুষেরা নানা রকম ফায়দা লুটে নেয়। আবার এমনও হতে পারে ভুয়া সোনার পুতুলের মত প্রতারণামূলক আলামত।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।