চীফ রিপোর্টারঃ
রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ সুমন মিয়া ও রনী আক্তার রানী।
সোমবার (৪ এপ্রিল ২০২২) বেলা ১২:১০ টায় কুনিপাড়া বাবলী ১৮/১ বিসমিল্লাহ ড্রাগ হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালাম ডিএমপি নিউজকে জানান, সোমবার থানার একটি বাইক পেট্রোল টিম গোপন সংবাদের ভিত্তিতে কুনিপাড়া বাবলী ১৮/১ বিসমিল্লাহ ড্রাগ হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন ও রনী আক্তারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল