৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর শেরপুরের নকলায় শীসা প্রক্রিয়াজাত করার কারখানা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত
৭, নভেম্বর, ২০১৯, ১১:০০ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় শীসা প্রক্রিয়াজাত করার অননুমোদিত এক কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান গত মধ্যরাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই নির্দেশ প্রদান করেন।

জানা গেছে, নকলা-চন্দ্রকোনা রাস্তার পাশে জনবসতি এলাকায় ও কৃষি আবাদি জমির পাশে উপজেলার বাজারদী এলাকায় স্থাপিত পৌরসভাধীন কায়দা বাজারদী এলাকার আব্দুল কদ্দুছের ছেলে রফিকুল ইসলাম ঝাডু ও সাইফুল ইসলাম দুই সহোদর যৌথভাবে প্রায় দুই বছর ধরে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই শীসা প্রক্রিয়াজাত করার এ কারখানা চালিয়ে আসছেন। এতে পরিবেশ ও কৃষি আবাদের উপর ব্যাপক প্রভাব পড়ছে বলে স্থানীয়রা জানান।

উল্লেখ্য, এর আগেও একবার পরিবেশের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব বিস্তারকারী এই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিলো। কিন্তু অজ্ঞাত কারেন বা অদৃশ্য শক্তির প্রভাবে পুনরায় চালু করা হয়। তবে এবার পরিবেশের ভারসাম্য বিনষ্টকারী এই কারখানা আর চালু করতে পারবেনা বলে মনে করছেন স্থানীয়রা।