ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মানিক মিয়া (৩৬) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।অভিযুক্ত ওই যুবক ভুক্তভোগী কিশোরীর সম্পর্কে মামা। গত বুধবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম বাকপ্রতিবন্ধীকে গত ৫ আগস্ট মানিক মিয়া ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি।
এ অবস্থায় কিছুদিন ধরে ওই কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন ও অসুস্থতা দেখা দিলে পরিবারের লোকজন ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, ওই কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’