বিনোদন তথ্যপ্রতিদিন
ফেলুদাকে নিয়ে সৃজিতের ওয়েব সিরিজ
কিংবদন্তি চলচ্চিত্রকার, লেখক সত্যজিৎ রায়ের গোয়েন্দা কাহিনি ফেলুদা সিরিজ নিয়ে প্রথমবার কোনো ওয়েব সিরিজ নির্মাণ করছেন কলকাতার এই সময়ের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি।
কলকাতার আড্ডা টাইমস ও ঢাকার আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে।
ফেলুদা সিরিজের ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কা- কাঠমান্ডুতে’ গল্প অবলম্বনে ওয়েব সিরিজটির নাম চূড়ান্ত করা হয়েছে ‘ফেলুদা ফেরত’। সিরিজটির একটি পোস্টারও টুইটারে প্রকাশ করেছেন নির্মাতা।
আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “চিত্রনাট্যের কাজ চলছে; নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যও লিখছেন সৃজিত। প্রি প্রোডাকশনের কাজ গুছিয়ে মাস দুয়েকের মধ্যেই শুটিং শুরু হবে।”
ফেলুদা, তোপসের চরিত্রে কে থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান শাকিল; শিল্পী চূড়ান্ত করে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
সিরিজের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র জটায়ুর ভূমিকায় কলকাতার অভিনেতা অনির্বাণ চট্টোপাধ্যায় থাকবেন বলে আড্ডা টাইমের প্রযোজক রাজিব মেহরার বরাতে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।