ময়মনসিংহ অফিসঃ
গত ইং ০৯ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে ‘ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন অচিন্তপুর ইউনিয়নের চড়াকোনা এলাকায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জোরপূর্বক ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে’ এই মর্মে সংবাদ পাওয়া যায়। উক্ত ঘটনাটি গৌরীপুর উপজেলাসহ পুরো ময়মনসিংহ জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত সংবাদ পাওয়ার পরপরই র্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে।
পরবর্তীতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামীর সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের ভিত্তিতে অদ্য ইং ১০ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন এলাকা হতে শিশুধর্ষণের চেষ্টার মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ মামুন মিয়া (২৩), পিতা- মোঃ শাবদুল মিয়া, সাং-কোনাপাড়া,থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, ভিকটিম (০৭), চরাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বাহির হয় ওই শিক্ষার্থী। ধর্ষক মোঃ মামুন মিয়া ভিকটিম (০৭) কে আম পেড়ে দেওয়ার লোভ দেখিয়ে বিদ্যালয় থেকে আনুমানিক ৫০০ ফুট দূরের জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় কৃষ্ণপুর গ্রামের ছাবেদ আলী এই জঙ্গলে বাঁশ কাটতে গেলে আসামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
এব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে গৌরীপুর থানায় ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মামলা নং-১০, তারিখ-০৯ এপ্রিল ২০২২ খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৪)(খ)। ধৃত আসামীকে গৌরীপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল