১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ নগরীর ১নং ফাড়ি পুলিশের সফল অভিযান ঃ পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৫
১১, এপ্রিল, ২০২২, ১০:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি: , ,

 

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর ১নং ফাড়ি পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ৫ অপরাধী গ্রেফতার হয়েছে। সোমবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
১নং ফাড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ময়মনসিংহ নগরীর রাজধানী খ্যাত ১নং ফাড়ি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, ঈদ পূর্ব মুহূর্তে চুরি, ছিনতাই রোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া ঈদের আগে ব্যবসা প্রধান অঞ্চল গাঙ্গনার পাড়, স্টেশন রোড, স্বদেশী বাজার, ছোট বাজার, ট্রাংকপট্টি রোড, মেছুয়া বাজার, মালগুদাম রোডসহ আশপাশ এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। সোমবার ফাড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আকুয়া মোটর গ্যারেজ এলাকার মোখলেছ ওরফে গুড্ডু ওরফে অভি ও নাটকঘর লেনের আব্দুর রহিম স্বপনকে আদালতের নির্দেশিত পরোয়ানানুলে গ্রেফতার করে। অপর অভিযানে বাঘমারা মেডিকেল গেইট এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে ৭০ পিচ ইয়ারাসহ গ্রেফতার করে এস আই আনোয়ার হোসেন। গ্রেফতারকৃতরা হলো, বড় কালিবাড়ির রাকিব মিয়া, কালিবাড়ি বেরীবাধ এলাকার বাবু ও পাটগুদাম মদের ডিপোর নুর মোহাম্মদ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এস আই আনোয়ার হোসেন জানান। তিনি আরো জানান, এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে মালগুদাম এলাকা থেকে পৃথক দুটি মামলায় পরোয়ানাবুক্ত মালগুদামের জোসনাকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে ১নং ফাড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন যোগদান করেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে চলছেন। আশাকরি তিনি ময়মনসিংহ নগরীর রাজধানী খ্যাত ১নং ফাড়ি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, ব্যবসায়ীসহ ঈদে কেনাকাটা করতে আসা হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে কোতোয়ালী পুলিশের ভাবমূর্তি উজ্জল করবে। অভিযানকালে এসআই ফারুক আহমেদ, এএসআই আল আমিন, ইকবাল হোসেন, জহিরুল হক, কনস্টেবল হিমেল মিয়া মোশাররফ হোসেন সহ অন্যান্যরা সাথে ছিলেন।