ময়মনসিংহ প্রতিনিধি
আধুনিক ময়মনসিংহ সিটি করপোরেশনের ডিজিটাল ১৬ নং ওয়ার্ড এর প্রতিষ্ঠাকালিন কাউন্সিলর জনাব আলহাজ্ব আব্দুল মান্নান (সাবেক পেনেল মেয়র ময়মনসিংহ পৌরসভা) এর নেতৃত্বে পূর্বঘোষনা অনুযায়ী সন্ত্রাস মাদক ও ছিনতাই বিরোধী মহরা মিছিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কমিউনিটি পুলিশং এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নাটক ঘর লেন ১৬ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশং কার্যালয় হতে সন্ত্রাস মাদক ও ছিনতাই রোধে বিশেষ মহরা মিছিলটি নিয়ে ডিজিটাল ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান এলাকার চিন্হিত মাদক ও ছিনতাই স্পটগুলোতে অভিযান করেন। স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশং সদস্যবৃন্দসহ দুশতাধিক জনগণের এই সন্ত্রাস মাদক ও ছিনতাই বিরোধী মহরা মিছিলে সহযোগিতাপূর্ন অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং দুলাল আকন্দ, কমিউনিটি পুলিশং অফিসার এসআই নিরুপম নাগ। ১৬ নং ওয়ার্ড এর চিন্হিত সন্ত্রাস, মাদক ও ছিনতাই এর বিভিন্ন স্থান ঘুরে ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং কার্যালয়ে এসে শেষ হয়। ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং এর সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান বলেন ডিজিটাল ১৬ নং ওয়ার্ড এর নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করতে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ (ওয়াইফাই মুভিং ফেস ফাইন্ডিং) ক্যামেরা সন্নিবেশিত ফ্রি ইন্টারনেট সমৃদ্ধ বিশেষ নিরাপত্তা জোন গড়ে তোলা হচ্ছে। এই বিশেষ নিরাপত্তা জোন এ আক্রান্ত ব্যক্তি ক্যামেরার দিকে হাত দিয়ে ইশারা করলেই আক্রান্ত স্থানে তার সহোযোগিতায় ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং এর বিশেষ টিম পৌঁছে যাবে।