৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা খোকার মৃত্যুতে কানাইঘাটে বিএনপি’র দোয়া মাহফিল।
৮, নভেম্বর, ২০১৯, ২:৩৪ অপরাহ্ণ -

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি’র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি’র মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে কানাইঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যেগে স্থানীয় পূর্ব বাজারে বিএনপি’র পাটি অফিসে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় পৌর বিএনপি’র সভাপতি, পৌরসভার ২ নং ওর্য়াডের কাউন্সিলর হাজী শরীফুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক শায়িক আহমদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খসরুজ্জামান পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রহমান লালই, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন রশিদ, বিএনপি নেতা মখলিছুর রহমান, আজিজুল হক আজই মেম্বার, নাজিম উদ্দিন, আব্দুল আলা, আব্দুল ওকিল, বশির আহমদ, যুবদল নেতা হেলাল আহমদ, রাসেল আহমদ রানা, দলাই মিয়া, সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলের শীর্ষ পর্যায়ের নেতা সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাঈল আলী।