এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতির ( পুনাক) আয়োজনে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পত্নী মিসেস কানিজ আহমারের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন খন্দকার ফজলে রাব্বি, পুনাক সহ সভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ডাঃ শারমীম আক্তার, ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীসহ অন্যান্য অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দোয়া পুর্ব মুহূর্তে পুনাক সভানেত্রী কানিজ আহমার বলেন, আজকের ইফতার আমার এবং পুনাক নেতৃবৃন্দের কাছে এক স্মরণীয় ইফতার। কারণ আমরা আজ শতাধিক কোরানে হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার করছি। তিনি আরো বলেন, আমি প্রতি বছর রমজানে এতিম, অসহায় ও কোরআনে হাফেজদের নিয়ে ইফতার করে আসছি। তিনি যাতে এই ধারা অব্যাহত রাখতে পারেন সে লক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে পুনাক সভানেত্রী কানিজ আহমার প্রতিটি টেবিলে ইফতার সামনে নিয়ে বসে থাকা এতিমদের কাছে গিয়ে কে কোথায় লেখাপড়া করেন, কি পরিমান কোরান হেফজ করেছে, কার বাড়ি কোথায়, বাবা-মা আছেন কিনা, মারা গেলে কতদিন আগে মারা গেছেন, তার বিস্তারিত খোজ কবর নেন এবং এতিম কোরআনে হাফেজ শিশুদের মাথায় হাত বুলিয়ে নিজের সন্তানের মত করে আদর সোহাগ করেন। ইফতার ও দোয়া মাহফিলে শতাধিক এতিম ও কোরআনে হাফেজ উপস্থিত ছিলেন। ইফতার পুর্ব মুহূর্তে দেশ, জাতি, আইন শৃংখলা বাহিনী ও পুনাক সদস্যদের জন্য দোয়া করেন হাফেজ মাওলানা মোঃ আশকর আলী।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল