১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর নকলার পাঠাকাটা ইউপি’র বর্তমান সদস্য তাফাজ্জল আর নেই
৮, নভেম্বর, ২০১৯, ৫:১৩ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার পাটাকাটা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারন সদস্য (ইউপি মেম্বার) মো. তাফাজ্জল হোসেন (৫৪) আমাদের মাঝে আর নেই। তিনি দীর্ঘ্যদিন ধরে দূরারোগ ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে ৭ নভেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তাঁর জানাযা নামাজ ৮ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় মরহুমের নিজ বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মো. তাফাজ্জল হোসেন জীবদ্দশায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে পাঠাকাটা ইউনিয়নবাসী একজন সমাজ সেবককে চিরতরে হারালেন বলে অনেকে মনে করছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াছমিন; পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত, পাঠাকাটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সেলিম রেজা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য (মেম্বার) গনসহ বিভিন্ন মহল আলাদা ভাবে শোক প্রকাশ করেছেন। তাছাড়া মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।