ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ধান বোঝাই নৌকাডুবিতে বিল্লাল (২৭) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
গত মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিনের মাধ্যমে জানা যায়, সকালে তিতাস নদী দিয়ে চাপুইর থেকে ধান বোঝাই একটি নৌকা বাসুদেব যাচ্ছিল।
নৌকাটিতে ধানের মালিক, দু’জন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিলেন। হঠাৎ কিছুদূর যাওয়ার পর নৌকাটি পানিতে তলিয়ে যায়।
এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতারে নদীর তীরে ওঠেন। তবে শ্রমিক বিল্লালের কোনো সন্ধান মেলেনি।
তিনি বলেন, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। নদীতে নৌকা ডুবে যাওয়ার জায়গাটিতে গভীরতা বেশি। বিকেল সাড়ে ৩টা বাজলেও এখনও তার সন্ধ্যান পাওয়া যায়নি। উদ্ধার কাজে সহযোগিতা করতে কিশোরগঞ্জ থেকে আরেকটি ডুবুরি দল আসছে।