স্টাফ রিপোর্টারঃ ২২-০৪-২০২২ রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ধলা বাজার ব্যবসায়ী পরিচলানা কমিটি গঠিত হয়।
ধলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ বাদলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিল শেষে ধলা বাজারের ব্যবসায়ীদের প্রত্যক্ষ মতামতেট ভিত্তিতে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজিম উদ্দিন সভাপতি ও মোজাম্মেল হক কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ধলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য ১৯৯৯ সালে জাতীয় যুব পুরস্কার, ২০০২ সালে জাতীয় মৎস্য পুরস্কার ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল ব্যবসায়ী ঐতিহ্যবাহী ধলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি মোঃ আজিম উদ্দিন সহ বর্তমান কার্যকরী কমিটির ডায়নামিক নেতৃত্বে আগামদিনে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা তথা বাজারের সমৃদ্ধি ঘটবে বলে সাধারণ ব্যবসায়ীগণ আশা প্রকাশ করেন।