চীফ রিপোর্টারঃ
গত ২২ এপ্রিল ২০২২ ইং তারিখ আনুমানিক ১৫৩৫ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলা হতে ট্রাকে করে ফেন্সিডিল এর একটি বড় চালান গাজীপুর জেলার কালিয়াকৈর হয়ে গাজীপুরের দিকে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকিতলা সাকিনস্থ চন্দ্রা সীমান্ত সিএনজি ফিলিং স্টেশন এর উত্তর পাশে মা বাবার দোয়া ভাইবোন হোটেলের সামনে টাঙ্গাইল টু ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ আল আমিন(৩৪), পিতা-আব্দুর রশিদ, জেলা-বাগেরহাট ও ২) মোঃ মোতাসিন বিল্লাহ(৩০), পিতা-মোঃ শামসুল হক, জেলা-যশোর’দেরকে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১৯২ বোতল ফেন্সিডিল (আনুমানিক মূল্য ২,৮৮,০০০/- টাকা) , ০১ টি ট্রাক, ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল