১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা মিরপুরে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৪, এপ্রিল, ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

রাজধানীর মিরপুর এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মামুনুর রশিদ।

সোমবার (২৪ এপ্রিল ২০২২) দিবাগত রাত ১২:৩০ টায় মিরপুর মডেল থানার জনতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে বলেন, একজন মাদক ব্যবসায়ী মিরপুর মডেল থানার জনতা হাউজিংয়ের সামনে পাকা রাস্তার উপর মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পান থানার একটি টিম। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ মামুনুরকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।