৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল- হরিপুর তিনটি মসজিদে অনুদান প্রদান করে- আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি,
৮, নভেম্বর, ২০১৯, ১০:৩৭ অপরাহ্ণ -
 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে মসজিদে আর্থিক অনুদান দিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। উন্নয়নের ধারা অব্যাহত রেখে ৮  নভেম্বর শুক্রবার সকাল থেকে পর্যায়ক্রমে এমপির পক্ষ থেকে তিনটি সসজিদ কমিটির কাছে অনুষ্ঠানিকভাবে নগদ অর্থ প্রদান করেন  ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন। জুম্মার নামাজ আদায় শেষে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ (টি আর) থেকে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর বশিরপাড়া জামে মসজিদের ওজুখানা নির্মাণে ৫০ হাজার টাকা, কাশিপুর ইউনিয়নের কামারটলী জামে মসজিদ নির্মাণের জন্য ৪৩ হাজার ৫শ টাকা ও হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মুন্নাটলী বাজার জামে মসজিদ সংস্কারের জন্য ৪৩ হাজার ৫শ টাকা অনুদান প্রদান করে । এসময় উপস্থিত ছিলেন
উপজেলা  ও  ইউনিয়ন আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ডাংগি বাজার ক্রিকেট টিমকে খেলার সামগ্রী প্রদান করে।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।