১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ভাই হত্যায় ভাইসহ আটক দুই
২৭, এপ্রিল, ২০২২, ১১:৪৬ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহে ভাইকে হত্যার ঘটনায় আরেক ভাইসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোরে নারায়ণগঞ্জের কুতুবপুর থেকে র‌্যাব-১৪ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, নিহত আঃ মতিনের ভাই আঃ লতিফ ও তার স্ত্রী শেফালী বেগম। র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর আখের মোহাম্মদ জয় এ তথ্য জানান।

র‌্যাব আরো জানায়, ত্রিশালের রায়মনি (ফকিরবাড়ী) গ্রামের আঃ মতিন ও আঃ লতিফ সম্পর্কে আপন ভাই। তাদের বাড়ীর পাশে পায়ে হাটার কাঁচা রাস্তা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত গত ১৬ এপ্রিল বিরোধীয় রাস্তায় আঃ লতিফ কর্তৃক লাউ চাষ এবং চাষকৃত লাউয়ের মাচা তৈরী করে। এতে আঃ মতিন ক্ষিপ্ত হয়ে লাউয়ের মাচা উপরাইয়া ফেলতে গেলে লতিফ এবং স্ত্রী শেফালী বেগম পিছন দিক থেকে এলোপাথারি আঘাত করে মতিনকে গুরুতর আহত করে। আহত মতিনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মতিনকে ঢাকা মেডিকেলে ভর্তি পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। এব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। যার নং-৩২, তারিখ-১৮/০৪/২০২২। র‌্যাব আরো জানায়, ত্রিশালের রায়মনি (ফকিরবাড়ী) গ্রামে একটি হত্যা সংঘটিত হয়েছে’এই সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক আসামীদের সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের ভিত্তিতে বুধবার ভোরে নারায়নগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর এলাকা তাদেরকে আটক করা হয়। তারা উভয়েই এজাহার নামীয় এবং আপন ভাই হত্যা মামলার আসামী বলে র‌্যাব জানায়। বুধবার তাদেরকে ত্রিশাল থানায় পাঠিয়েছে র‌্যাব।