এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের পাচ সদস্য ও প্রতারকসহ ৬ জনকে গ্রেফতারন শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
শুক্রবার রাতে ডিবির এসআই আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের রাঘবপুর গাংপাড়া থেকে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, ব্রাহ্মনবাড়ীয়ার আব্দুল শাহেদ,, মোবারক হোসেন ও গৌরীপুরের বাবুল মুন্সী। এছাড়া এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ চরকালিবাড়ী গুদারাঘাট এলাকা থেকে ৩ কেজি গাঁজা ও ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামি ঈশ্বরগঞ্জের লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ এবং এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন হাজী কাশেম আলী কলেজের সামনে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামি মুক্তাগাছার দারা মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া পুলিশে চাকরির নামে প্রতারনা করে আড়াই লাখ টাকা গ্রহণ করায় শহীদ নামে আরো এক প্রতারককে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রতারক শহীদ ফুলবাড়িয়ার ছনকান্দা গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়। এব্যাপারে প্রতারণার স্বীকার হওয়া মোঃ সিয়াম মিয়া বাদি হয়ে গ্রেফতারকৃত শহীদ ও নগরীর আকুয়ার এম এম হককে আসামি করে মামলা করেছে।
মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল