১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা বনানীতে ২০ কেজি গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ১
৩০, এপ্রিল, ২০২২, ৯:২০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

রাজধানীর বনানী থানা এলাকা থেকে গাঁজা ও পিকআপসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ সাগর। এসময় তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ উদ্ধারমূলে জব্দ করা হয়।

শুক্রবার (২৯ এপ্রিল ২০২২) রাত ৮:৩০ টায় বনানী থানার বিবি প্লাজা বিল্ডিং এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

অভিযানে নেতৃত্বে দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী হলুদ রংয়ের পিকআাপযোগে বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বনানী থানার মহাখালী কাঁচাবাজার এলাকার বিবি প্লাজা বিল্ডিং এর সামনে অভিযান চালিয়ে পিসআপসহ সাগরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সাগর দেশের বিভিন্ন জেলা হতে গাঁজা সংগ্রহ করে পিকআপের মাধ্যমে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।