৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা খাদ্য রফতানি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্ভব হয়েছে – ভূমিমন্ত্রী
৯, নভেম্বর, ২০১৯, ১২:০৭ পূর্বাহ্ণ -

চীফ রিপোর্টার = ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দেশে মানুষ বাড়ছে কিন্তু আবাদি জমি কমছে। তবুও উৎপাদন বাড়ানোর কারণে আমরা খাদ্য রফতানি করছি। খাদ্য ঘাটতির দেশ, খাদ্য রফতানি করবে- একথা কেউ চিন্তা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি সম্ভব হয়েছে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) চট্রগ্রামে নগরের আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি উচ্চ বিদ্যালয়ে কৃষি মন্ত্রণালয় এবং এফএও এর আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে পরিমাণ মতো খেতে হবে। পরিমাণের বেশি খাওয়া যাবে না।

এসময় শিশুদের উদ্দেশ্যে করে তিনি বলেন, শিশুদের ঘরে তৈরি খাবার দিতে হবে। বাইরের খাবার থেকে তাদের বিরত রাখতে হবে। কারণ ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে স্বাস্থ্যহানী ঘটে। এসব খাবার সুস্বাধু হলেও স্বাস্থ্যসম্মত নয়।

এদিকে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. আবদুর রউফ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি, সংগৃহীত