ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বাজার মনিটরিং করেছেন।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলার তিনটি বাজার মনিটরিং করেন । এসময় তিনি বিক্রেতাদের সঠিক মূল্যে পণ্য বিক্রয় এবং মূল্যতালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এদিকে ঈদে ঘরমুখো মানুষের জননিরাপত্তা ও যাত্রী সেবা নিশ্চিত করতে গণপরিবহন মনিটরিং করেছেন তিনি।
গত শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বাজার ও গণপরিবহন মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন । এসময় বাজার মনিটরিং করতে তাকে সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
সরজমিনে দেখা উপজেলার পৌর বাজারসহ তিনটি বাজারের মোদির দোকান, গণপরিবহনে ও কাঁচা বাজারসহ বিভিন্ন দোকানে সরকারি নির্দেশনা মেনে দোকান পরিচালনা করার জন্য দোকান মালিকদের নির্দেশনা প্রদান করেন।
এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান জানান, জনকল্যাণে আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।