১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ঋতু হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই ৩ আসামী গ্রেফতার
৩, মে, ২০২২, ৬:১০ অপরাহ্ণ - প্রতিনিধি: , ,

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঋতু (২৩) হত্যার ঘটনায় এজাহার ভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তোতা ব্যাপারী ছেলে সরোয়ার(২২), রশিদ মিয়ার ছেলে রানা(২১) ও হেলাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন ।

সোমবার ২ মে সন্ধ্যা অনুমান ৭টার দিকে নিজ বাড়ী থেকে ঈদুল ফিতরের আগের রাতে চুল কাটার উদ্দেশ্যে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে বয়ড়া বটতলা বাজারস্থ জামে মসজিদের সামনে পৌছামাত্রই আসামীরা ঋতুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঋতুকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঋতুর বাবা ১২ জনকে আসামী ও অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে মামলা করে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে একটি বিশেষ টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৩ আসামী গ্রেফতার করে।ছাত্রলীগ নেতা হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যেই দুই অভিযুক্ত গ্রেফতার করার মধ্যদিয়ে কোতোয়ালি পুলিশ আবারো তাদের সক্ষমতা প্রমাণ করেছে। ওসি শাহ কামাল আকন্দ বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সকল পর্যায়ের চেষ্টা করছি। আশা করছি এই মামলার অন্যরাও দ্রুত গ্রেফতার হবে। এ জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।