১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা দেশে ফিরেছেন হাজি সেলিম
৫, মে, ২০২২, ১১:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাজি সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল।

মহিউদ্দিন মাহমুদ বলেন, স্যার আজ দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় ফিরেছেন। চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন তিনি।

সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন তার অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো।
২০২১ সালের ৯ মার্চ ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে দুই যুগ আগের একটি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট।

হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

তবে হাজি সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেছিলেন, দেশে এসে তিনি আত্মসমর্পণ করবেন। আইনের প্রতি স্যার শ্রদ্ধাশীল। আত্মসমর্থনের আগে ট্রিটমেন্ট করে নিচ্ছেন।

দুর্নীতির মামলায় এক যুগ আগে বিচারিক আদালতের রায়ে সাংসদ হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। সাজার রায়ের বিরুদ্ধে হাজি সেলিম হাইকোর্টে আপিল করেন।

এই আপিলের শুনানি নিয়ে গত বছরের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। এরপর ১০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।