চীফ রিপোর্টারঃ
= ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) ঢাকায় ফিরছে কর্মমুখী মানুষেরা। খোঁজ নিয়ে জানা যায় ভোর থেকে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, সদরঘাট টার্মিনাল ও কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।
তবে সড়ক পথে তেমন দুর্ভোগ না থাকলেও রেলপথে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান যাত্রীরা। তারপরও দুর্ভোগকে সঙ্গী করে জীবিকার তাগিদে রাজধানী ফিরছেন মানুষ। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের চাপ। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা মানুষের চাপ থাকবে শুক্রবার ও শনিবার।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল